এবার শুক্রেও অভিযান চালাবে ইসরো

এবার শুক্রেও অভিযান চালাবে ইসরো

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ মে, ২০২২

চাঁদ ও মঙ্গলে অভিযান চালানোর পর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবার অভিযান চালানোর পরিকল্পনা করেছে শুক্র গ্রহে। সেই গ্রহে পর্যবেক্ষণের জন্য মহাকাশযান পাঠাবে ইসরো। চারপাশ থেকে শুক্রের ওপর নজর রাখার জন্য ইসরোর মহাকাশযান শুক্রের কক্ষে পৌঁছে তাকে প্রদক্ষিণ করবে। শুক্রের পৃষ্ঠদেশে কী সঞ্চিত রয়েছে (লাভা ফ্লো, ভলক্যানিক স্পট, আবহাওয়া, বায়ুপ্রবাহ, আয়নোস্ফিয়ার ইত্যাদি) সেটা জানার পাশাপাশি ইসরোর মহাকাশযান শুক্রের ওপর সালফিউরিক অ্যাসিড-যুক্ত মেঘের রহস্যও জানার চেষ্টা করবে ইসরোর মহাকাশযান। জানা গিয়েছে ২০২৪-ডিসেম্বরে এই মহাকাশযান পাঠানো হবে। ইসরোর বিজ্ঞানীদের মতে ওই সময় পৃথিবী আর শুক্র এমন এক সরলরেখায় চলে আসবে যে খুব সামান্য প্রপেল্যান্ট ব্যবহারের মাধ্যমে প্রতিবেশী গ্রহের কক্ষপথে পাঠানো সম্ভব হবে। বিশ্বের অন্যান্য দেশের মত আমেরিকাও শুক্রে অভিযানের পরিকল্পনা করছে। এদের মূল আকর্ষণের কারণ এই গ্রহের অতিরিক্ত উত্তাপ। বিজ্ঞানীদের একাংশের মতে শুক্রও একসময় পৃথিবীর মত ছিল। কিন্তু আবহাওয়ার পরিবর্তন ও তীব্র উত্তাপের জন্যই শুক্র প্রাণের বসবাসযোগ্য হয়ে উঠতে পারেনি।