পরিবেশ দূষণ কমাতে সপ্তাহে চার দিন কাজ

পরিবেশ দূষণ কমাতে সপ্তাহে চার দিন কাজ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ মে, ২০২২

সপ্তাহে চার দিন কাজ করুন। বিশেষত শিল্পাঞ্চলে। তাতে সেই অঞ্চলের বায়ু এবং পরিবেশের দূষণ কমবে। একইসঙ্গে কর্মীদের কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে-ইংল্যান্ডের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা এই আবেদন করেছে দেশের সরকারের কাছে। ২০১৯-এ জাপানে একটি সমীক্ষার পর সেখানে পরীক্ষামূলকভাবে শিল্পাঞ্চলের কারখানাগুলোয় সপ্তাহে চার দিনের কাজ শুরু হয়েছিল।তাতে ফলও আশানুরূপ হয়েছিল। সেই সমীক্ষা এবং ব্রিটেনের স্বেছাসেবী সংস্থাদের আবেদনে সাড়া দিয়েছে সরকার। আগামী জুন থেকে ব্রিটেনেও চালু হওয়ার কথা সপ্তাহে চার দিনের কাজ। ইতিমধ্যে দেশের শিল্পাঞ্চলগুলোয় অবস্থিত অন্তত ৬০টি কোম্পানিকে নির্দেশ দিয়েছে সরকার সপ্তাহে চার দিন কাজ চালু করার জন্য। সরকারও সম্মত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সঙ্গে যে, সপ্তাহে চার দিনের কাজে কর্মচারীদের কাজের একঘেঁয়েমি যেমন কাটবে সেভাবে, সপ্তাহে দু’দিন করে কলকারখানা বন্ধ থাকলে বায়ু এবং পরিবেশ দূষণও কমবে।