যত কাণ্ড টাইটানে

যত কাণ্ড টাইটানে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ মে, ২০২২

শনি গ্রহের ৮২টি উপগ্রহের মধ্যে একটি হলো টাইটান। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ এই টাইটান। টাইটান উপগ্রহে মিলেছে নদী, লেক ও সমুদ্রের চিহ্ন। মিলেছে ঋতুচক্রের চিহ্নও। এখন প্রশ্ন হলো টাইটানে প্রাণ আছে কি? বা প্রাণের সম্ভাবনা?
কিন্তু উপরের উদাহরণ গুলি নেহাৎ বাহ্যিক ঐক্যের কথা বলে। অমিলই বেশি এদের। জিওলজিকাল লেটার্স জার্নালে প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে টাইটান সম্পর্কে নানান অজানা তথ্য। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ভূতাত্ত্বিক ম্যাথু ল্যাপুত্রের নেতৃত্বে এক গবেষণা দল টাইটানের বুকে নদী, জলাশয় ও সমুদ্র খুঁজে পেয়েছেন। তবে আশ্চর্যের কথা হলো জল নয় তরল মিথেনেই তৈরি হয়েছে টাইটানের এসব বরফ আচ্ছাদিত জমি। আর নাইট্রোজেন সমৃদ্ধ বাতাসে তৈরি হয়েছে হাইড্রোকার্বন সমৃদ্ধ বালির টিলা। উল্লেখ্য পৃথিবীর বুকে টিলার গঠনে সিলিকেট শিলা ও খনিজের ভূমিকা থাকে। পরে অনেক সময় চাপ ও তাপে পলি পাথরে পরিণত হয়। টাইটানেও একই প্রক্রিয়া ঘটে বলে দাবি বিজ্ঞানীদের। তবে টাইটানের বায়ুমণ্ডলের সঙ্গে কোনো মিলই নেই পৃথিবীর। তবে এখনো স্ট্যানফোর্ডের গবেষকদল নিশ্চিত নন টাইটানে প্রাণের সম্ভবনা কতটা।