রক্ত পরীক্ষাই বলে দেবে হৃদরোগের আশঙ্কা- দাবি গবেষণায়

রক্ত পরীক্ষাই বলে দেবে হৃদরোগের আশঙ্কা- দাবি গবেষণায়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ মে, ২০২২

হৃদরোগ – প্রায় এক আতঙ্কের নাম। প্রতিবছর পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। এবং ইদানিংকালের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি মাঝবয়সী, কমবয়সীরাও আক্রান্ত হচ্ছেন হৃদরোগে। মুশকিল হলো হৃদরোগ বা স্ট্রোকের মতো ঘটনা আগে থেকে বোঝাও অসম্ভব। এই অসম্ভবই এবার সম্ভব হতে চলেছে বলে আশা করেছেন গবেষকরা। সাম্প্রতিক একটি গবেষণা বলছে একটি রক্তপরীক্ষাই বলে দিতে পারবে ব্যক্তি মানুষের হ্রতিদরোগে বা স্ট্রোক আক্রান্ত হওয়ার সম্ভবনা কতটা। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো প্রদেশের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা গবেষণা চালিয়েছে। বিশেষ এক রক্তপরীক্ষায় একই সঙ্গে রক্তে উপস্থিত ২৭ টি প্রোটিন পরীক্ষা করা হয়। প্রায় ২২৮৪৯ টি প্লাজমার নমুনা থেকে প্রাপ্ত ৫০০০ রকমের প্রোটিন পরীক্ষা করেছেন গবেষকরা। এর মধ্যে চিহ্নিত হয়েছে ২৭ টি প্রোটিন। এই প্রোটিনের উপস্থিতির ওপর ভিত্তি করে উক্ত রক্ত পরীক্ষা বলে দিতে পারবে কোনো ব্যক্তির আগামী চার বছরে হার্ট অ্যাটাক ও স্ট্রকের আশঙ্কা শতকরা কতভাগ। এমনকি কতমাসের মধ্যে ব্যক্তি আক্রান্ত হতে পারেন তাও নাকি বলে দিতে পারে এই রক্ত পরীক্ষা- তেমনই দাবি গবেষকদের। ইতিমধ্যেই ১১ হাজার মানুষের ওপর পরীক্ষা হয়েছে। যদিও গবেষণাপত্রটি এখনও মূল্যায়নের পর্যায়ে রয়েছে।