মে মাসেই হতে চলেছে উল্কা ঝড়

মে মাসেই হতে চলেছে উল্কা ঝড়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ মে, ২০২২

মেটিওর স্ট্রম বা উল্কা ঝড় ধেয়ে আসতে চলেছে ২০ বছর পর। মে মাসের শেষের দিকে ৩০ ও ৩১ তারিখে আসতে চলেছে এই ঝড়। তবে উল্কাপাত শেষ অব্দি হবে কিনা অর্থাৎ উল্কা পৃথিবীরর বুকে শেষ অব্দি নামবে কি না, নাকি আকাশপথে আলোর ঝলকানিতেই শেষ হবে মেটিওর স্ট্রম তা এখনই নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। প্রসঙ্গত, জেনিথ আওয়ারলি রেড বা জেড এইচ আর দ্বারা উল্কা বৃষ্টি পরিমাপ করা হয়। ১০০ জেড এইচ আর পয়েন্টকে ধরা হয় উল্কা বৃষ্টি। আর এই পয়েন্ট ১০০০ অতিক্রম করলে তখন তাকে বলা হয় উল্কা ঝড় বা মেটিওর স্ট্রম। এবারে উল্কাপিন্ডের এই ঝড়ের নাম দেওয়া হয়েছে- ‘টাউ হারকিউলিডস’। বছর কুড়ি আগে ২০০১-০২ সালে এরকম একটি উল্কা ঝড় হয়েছিল যার নাম ছিল- ‘লিওনিড স্ট্রম’। এরকম ঝড় প্রথমবার জ্যোতির্বিজ্ঞানীরা প্রত্যক্ষ করেছিলেন ১৯৩০ সালের মে মাসে জাপানের ইয়োটোতে। সেবার কোয়াসান ওবজারভেটরি দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছিল মেটিওর স্ট্রম। দূষণ কম থাকলে এবং আকাশ অন্ধকার থাকলে উত্তর ও দক্ষিণ আমেরিকায় বসবাসকারীরা এবারের উল্কাঝড় দেখতে পেতে পারেন।