কাজিরাঙায় সোনালি বাঘ

কাজিরাঙায় সোনালি বাঘ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ মে, ২০২২

সোনালি বাঘের (গোল্ডেন টাইগার) দেখা মিলল অসমের কাজিরাঙা জাতীয় পার্কে। বেঙ্গালুরুর এক পর্যটক বাঘের ছবিটি ক্যামেরা বন্দি করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, একাধিক গণ্ডার পার্কের তৃণভূমিতে ঘাস খাচ্ছে। সেই সময় বাঘটি ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। এক বনকর্তা বলেন, সাধারণত এই ভাবে গণ্ডারের সঙ্গে বাঘ দেখতে পাওয়া যায় না। কিন্তু যখন বাঘ কিছু শিকারের লক্ষ্যে থাকে তখন তারা এই ভাবে গণ্ডারের চারণ ক্ষেত্রে ঢুকে পড়ে।’ বিশেষজ্ঞদের মতে, সোনালি বাঘ হল রয়াল বেঙ্গল টাইগারের এক বিশেষ রূপ। জিন মিউটেশনের কারণে এদের গায়ের লোম কমলা না হয়ে সোনালি হয়।