মহাকাশে সৌরশক্তি স্টেশন পাঠানোর পরিকল্পনা ব্রিটেনের

মহাকাশে সৌরশক্তি স্টেশন পাঠানোর পরিকল্পনা ব্রিটেনের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ মে, ২০২২

এবার গ্রেট ব্রিটেন মহাকাশে সোলার পাওয়ার স্টেশন স্থাপন করার পরিকল্পনা করেছে। স্পেস-ডট-কম জানিয়েছে এই খবর। এয়ারবাস, কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় এবং স্যাটেলাইট নির্মাতা সংস্থা এসএসটিএল-সহ ৫০টি-র বেশি ব্রিটিশ সংস্থা এই স্পেস এনার্জি সৃষ্টির উদ্যোগে সামিল হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেট ব্রিটেনের পরিকল্পনা মহকাশে সোলার স্টেশন স্থাপন করার পর লেজার রশ্মির সহায়তায় পৃথিবীতে ওই সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে সৌরশক্তি ব্যবহার করা। এই উদ্যোগ নেওয়া হয়েছে গতবছর। ২০৫০-এর মধ্যে ব্রিটেনে কার্বন-ডাই অক্সাইড নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে ব্রিটেন সরকার চেষ্টা করছে দেশের সমস্ত শিল্পাঞ্চলে সৌরশক্তির ব্যবহার বাড়াতে। মহাকাশে সোলার পাওয়ার প্ল্যান্ট প্রতিস্থাপন তারই একটি উদ্যোগ। স্পেস-ডট-কমের দেওয়া খবর অনুযায়ী, এই সৌর পাওয়ার প্ল্যান্টের আকার স্পেস এক্সের মহাকাশযানের মত বড় হবে। অন্তত ৩০০টি রকেতের সহায়তায় এটিকে মহাকাশে পাঠাতে হবে। সৌরকক্ষে স্থাপিত হওয়ার পর এই সৌর পাওয়ার প্ল্যান্ট সুর্যের চারপাশ দিয়ে সৌরকক্ষে ৩৬ হাজার কিলোমিটার প্রদক্ষিণ করবে আর সুর্য থেকে হালকা ওজনের আয়নার সহায়তায় সৌরশক্তি সংগ্রহ করবে।