লাল রঙা আকাশ

লাল রঙা আকাশ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ মে, ২০২২

হঠাৎই আকাশের রঙ হয়ে উঠেছে রক্তের মতো টকটকে লাল। চীনের ঝুসান শহরে এই দৃশ্য দেখা গেছে গত ৯ই মে। গ্লোবাল টাইমস এর খবরে প্রকাশ স্থানীয় আবহাওয়াবিদ জানাচ্ছেন, মাছ ধরবার জাহাজের আলোর প্রতিসরনের জন্যে এমন রঙ হতে পারে আকাশের। তবে অনুমানের ওপর নির্ভর না করে আবহাওয়া দপ্তর সঠিক কী কারণে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখবে আবহাওয়াবিদরা। ১৭৭০ সালে একই রকম আকাশ লাল হয়ে গেছিলো। টানা ৯ দিন আকাশ লাল ছিল সেবার। পরে জাপানী বিজ্ঞানীরা দাবি করেছিলেন, এটি সৌরজাগতিক ঘটনা। ঝুসানের ঘটনা তেমনই কি না খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।