পৃথিবীর পাশ দিয়ে আবার যাচ্ছে এক গ্রহাণু

পৃথিবীর পাশ দিয়ে আবার যাচ্ছে এক গ্রহাণু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ মে, ২০২২

খুব শীঘ্রই পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে বড় আকারের এক গ্রহাণু। তার বৈজ্ঞানিক নাম ৩৮৮৯৪৫। জানিয়েছে নাসা। ১৬ মে রাত ২টো ৪৮ নাগাদ এই গ্রহাণুর পৃথিবীর সব থেকে কাছে আসার কথা। নাসার হিসেব অনুযায়ী এই গ্রহাণু পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে। গ্রহাণুর দৈর্ঘ্য ১,৬০৮ ফুট। প্যারিসের আইফেল টাওয়ার এবং স্ট্যাচু অব লিবার্টির থেকেও বড়! নাসা জানিয়েছে গ্রহাণুটি পৃথিবীর মাটি স্পর্শ করলে বিপদ হতে পারে। তবে নাসার মহাকাশ বিজ্ঞানীদের মতে তার সম্ভাবনা নেই। গ্রহাণুটি পৃথিবীর প্রায় ২৫ লক্ষ মাইল দূর দিয়ে বেরিয়ে যাবে। এই বেশি দূরত্ব দেখে মনে হতেই পারে যে চিন্তার কোনও কারণ নেই। কিন্তু মহাকাশের হিসেবে এই দূরত্ব খুবই কম। তাই এই ঘটনাকে সামান্যের জন্য বেঁচে যাওয়ারই তকমা দিচ্ছেন বি়জ্ঞানীরা।