কৃত্রিম পা লাগিয়ে শিশু জিরাফের পুনর্জন্ম!

কৃত্রিম পা লাগিয়ে শিশু জিরাফের পুনর্জন্ম!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ মে, ২০২২

সান দিয়েগোর উত্তরে এসকনদিদো চিড়িয়াখানা। সেখানে ১ ফেব্রুয়ারি জন্ম নিয়েছিল একটি মেয়ে শিশু জিরাফ। নাম মিতুনি। পাঁচ ফুট ১০ ইঞ্চি উচ্চতা তার। প্রত্যেকদিনই সে বাড়ছে উচ্চতায়। কিন্তু মা-বাবা বা চিড়িয়াখানার অন্যান্য জিরাফদের সঙ্গে হাঁটতে পারে না মিতুনি। কারণ সে তার সামনের পা দু’টো ঠিকভাবে ফেলতে পারে না! এক পা ফেললেই বেঁকে যায় মিতুনি! চিড়িয়াখানার আধিকারিকরা ভাবেননি মিতুনিকে শেষপর্যন্ত বাঁচানো যাবে! তারা যোগাযোগ করেছিলেন অর্থোটিক্সের বিশেষজ্ঞদের সঙ্গে, হ্যাঙ্গার ক্লিনিকে। সেখানেই যোগাযোগ হল আরা মির্জাইয়ানের সঙ্গে। গত তিন দশক ধরে যিনি প্রচুর প্যারালিম্পিয়ান, স্কলোসিসে আক্রান্ত শিশুদের সফলভাবে কৃত্রিম পা লাগিয়ে আসছেন। এমনকী, ২০০৬-এ আরা মির্জাইয়ানের হ্যাঙ্গার টিম লেজ খুঈয়ে ফেলা একটি ডলফিনের কৃত্রিম লেজ লাগিয়েও ইতিহাস সৃষ্টি করেছিল। যা নিয়ে ২০১১-য় জনপ্রিয় সিনেমা ‘ডলফিন টেল’ তৈরি হয়েছিল।
এবার মির্জাইয়ানের রোগী একটি শিশু জিরাফ। তার দলের অন্যতম সদস্য অভিজ্ঞ পশু চিকিৎসক ম্যাট কিনি। তারা মিতুনিকে বিশ্লেষণ করে দেখলেন শিশু জিরাফটির সামনের পা দু’টি অতিরিক্ত দুর্বল। হাড়ের শক্তি এত কম যে সে এক পা হাঁটলেই বেঁকে যায়। সেই অবস্থায় মিতুনির দু’টো পায়ে লাগানো হল বিশেষভাবে তৈরি কৃত্রিম পা! যার সহায়তায় ৩৯ দিন মিতুনি হেঁটে বেড়াত পশু হাসপাতালে। তারপর তাকে চিড়িয়াখানায় এনে ছেড়ে দেওয়া হয়। এখন বাকি জিরাফদের মধ্যে মিতুনিকে দেখলে আর বোঝা যাবে না। সে-ও দৌড়চ্ছে!