দিল্লির হাওয়া শুদ্ধিকরণে ১৪০ কোটি!

দিল্লির হাওয়া শুদ্ধিকরণে ১৪০ কোটি!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ মে, ২০২২

দিল্লির বায়ুদূষণ সাম্প্রতিককালে অন্যতম চর্চিত একটি বিষয়। অরবিন্দ কেজরিওয়াল পরিচালিত দিল্লি সরকার সেই বদনাম মেটাতে বদ্ধপরিকর। দিল্লির বাতাসকে আগামী পাঁচ বছরে দূষণমুক্ত করার মরিয়া লক্ষ্যে বৃহপতিবার উপ-মুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া জানিয়েছেন ১৪০ কোটি টাকা আগামী পাঁচ বছরে ব্যয় করবে সরকার। যার মধ্যে শহর ও তার চারপাশে লাগানো হবে ১০ লক্ষ গাছের চারা। আর দিল্লিকে ঘিরে যে চার পাঁচটি জঙ্গল রয়েছে সেগুলোকে পুনর্জন্ম দেওয়া হবে আরও একটি গুরুতপূর্ণ কাজ। জঙ্গলগুলো ধ্বংস হতে হতে পুরোপুরি ক্ষয়ের পথে চলে গিয়েছে। জঙ্গলগুলোর উল্লেখও করেছেন সিসোদিয়া। আসোলা ভাট্টি বন্যপ্রাণী অভয়ারণ্য, দেরা মান্ডি, ঘিটোর্নি, ময়দানগারহি, রংপুরি, তুঘলকাবাদ, পুল পেহেলাদপুর এবং রাজকোরি। আগামী পাঁচ বছরে এই আটটি অরণ্যকে স্বমহিমায় ফেরানোর লক্ষ্য নেওয়া হয়েছে। তার জন্য সরকার ইকোলজিক্যাল টাস্ক ফোর্সের সঙ্গে চুক্তিও বাড়িয়েছে। ইটিএফ গত দু’দশক ধরে দিল্লির দক্ষিণ পর্বতাঞ্চলে অরণ্য পুনঃস্থাপনে কাজ করে যাচ্ছে। সিসোদিয়া জানিয়েছেন, দিল্লির গ্রিন কভার আরও উন্নত করতে হবে। যাতে শহরকে দূষণমুক্ত করা যায় আগামী পাঁচ বছরের মধ্যে।