বছরের প্রথম লালচে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

বছরের প্রথম লালচে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ মে, ২০২২

আংশিক সুর্যগ্রহণের পর চলতি বছর প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগহণও সম্পন্ন হল। গত ১৫ এবং ১৬ মে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছে। মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকা নভোশ্চররা তুলেছেন সেই অভূতপূর্ব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ছবি। জ্যোর্তিবিজ্ঞানীদের মতে গত তিন দশকের মধ্যে এটিই ছিল দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
চাঁদ, সুর্য আর পৃথিবীর এক সরলরেখায় অবস্থানের সময় পৃথিবী থাকে চাঁদ আর সুর্যের মাঝখানে। তখনই পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপর আর চাঁদও কিছুক্ষণের জন্য অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে ঢাকা পড়ে যায়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মূহুর্তে সুর্য আর চাঁদের মাঝাখান দিয়ে ঢুকে পড়েছিল পৃথিবী। যার ফলে চাঁদের পৃষ্ঠে পৃথিবীর ছায়া পড়েছিল। সেই মূহুর্তই ক্যামেরা বন্দি করেছেন নভোশ্চররা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং ছিল কিছুটা লালচে। তাই তাকে বলা হয়েছে ব্লাড-মুন-এক্লিপ্স। এই চন্দ্রগ্রহণ পুরোটা দেখেছেন উত্তর আমেরিকার পূর্বভাগ, মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে। আফ্রিকা, ইউরোপ আর মধ্যপ্রাচ্যের মানুষ এই চন্দ্রগ্রহণ দেখেছিলেন আংশিক ভাবে।