সিমলা প্ল্যানিংয়ের কাজ বন্ধের নির্দেশ এনজিটি-র

সিমলা প্ল্যানিংয়ের কাজ বন্ধের নির্দেশ এনজিটি-র

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ মে, ২০২২

হিমাচল প্রদেশ সরকারকে ‘সিমলা প্ল্যানিং-২০৪১’ প্রকল্পের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (এনজিটি)। এবছরের এপ্রিলে এক পরিবেশবিদ যোগেন্দ্র মোহন সেনগুপ্তের করা মামলার ভিত্তিতে এনজিটি-র এই নির্দেশ। প্রকল্প অনুযায়ী সিমলা শহরকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা ছিল। নতুনভাবে সাজানো মানে শুধুই নির্মাণ! শহরের রাস্তার ফ্লোরগুলো আরও বাড়িয়ে ফেলা, জনবহুল অঞ্চলে একাধিক কনস্ট্রাকশন করা, যে অঞ্চলগুলোয় মাটি বসে যাচ্ছে সেখানেও নির্মাণকার্যের মাধ্যমে অঞ্চলগুলোকে উঁচু করা, এমনকী, সিমলার চিহ্নিত সবুজ অঞ্চলেও কনস্ট্রাকশনের কাজের উল্লেখ করা হয়েছে ড্রাফট-প্ল্যানে! সেটাই দেখে এনজিটি-তে মামলা দায়ের করেছিলেন পরিবেশবিদ। এনজিটি-র তরফে বলা হয়েছে, এর পরও যদি রাজ্য সরকার প্রকল্পের কাজ করে তাহলে সেটা শুধু এনজিটি-র নির্দেশ লঙ্ঘন করা হবে না, সিমলা শহরের পরিবেশ, ইকোসিস্টেম এবং জনজীবনও প্রবলভাবে বিপর্যস্ত হয়ে পড়বে।
মজার কথা, ২০১৭-তে-ই এনজিটি-র সার্কুলার ছিল, সিমলা শহরে অবাধে বাড়ি, অফিস তৈরি করা যাবে না। এমনকী, অনুমোদিত বাড়ি তৈরির প্ল্যানিংয়ে-ও দু-তলার বেশি উঁচু বাড়ি তৈরিতেও নিষেধাজ্ঞা ছিল। তারপরেও ২০২২-এ সরকারের তৈরি করা সিমলা প্ল্যানিং-২০৪১ প্রকল্পে হাই-রাইজ, একাধিক বণিজ্যিক কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে শহর উন্নয়ন এনজিটি-র পরিধির মধ্যে পড়ে না!