বন্ধু ফাঙ্গাস

বন্ধু ফাঙ্গাস

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ আগষ্ট, ২০২১

স্যাঁতসেঁতে পরিবেশে কৌটোর মধ্যে রাখা খাদ্যবস্তুতে অনেক সময় দেখি ছাতনা পড়ে গেছে। ঐ ছাতনাই আসলে ফাঙ্গাস। কিন্তু যদি কোনো ফাঙ্গাস প্লাস্টিক খেয়ে ফেলে! তাহলে পৃথিবীর প্রভূত উপকার হয়। সম্প্রতি এমনই ফাঙ্গাসের সন্ধান তিনি পেয়েছেন বলে দাবি করেছেন এক বায়োটেক প্রকৌশলী সামান্থা জেনকিন্স। প্লাস্টিক সারা পৃথিবীতে এখন রীতিমতো আতঙ্ক হয়ে উঠেছে। প্লাস্টিককের কনা পাওয়া যাচ্ছে উত্তর মেরুর বরফের মধ্যে, মানব ভ্রুণের প্ল্যাসেন্টাতে, তিমির মতো সামুদ্রিক প্রাণীর পাকস্থলিতে, এমনকী পুকুরের ছোট ছোট মাছের পেটেও। ই-কোলাই নামের ব্যকটেরিয়ার পরিবর্তিত রূপ প্লাস্টিককে সুগন্ধি খাবারে পরিনত করে। তারপর ক্ষুধার্ত ফাঙ্গাস সেই প্লাস্টিক খেতে থাকে। বংশ বিস্তার করে। বায়োহম এখন ফাঙ্গাসের আরোও উন্নত প্রজাতি তৈরির লক্ষ্যে কাজ করছে, যাতে প্লাস্টিক বর্জ্য থেকে পরিবেশকে মুক্ত রাখা যায়।