ইওরোপ আমেরিকায় ছড়াচ্ছে মাঙ্কি পক্স

ইওরোপ আমেরিকায় ছড়াচ্ছে মাঙ্কি পক্স

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ মে, ২০২২

ব্রিটেনে এমাসেই ইওরোপের প্রথম মাঙ্কি পক্স আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছিলো। সাধারণত মধ্য ও পশ্চিম আফ্রিকার দুর্গম অঞ্চলে পাওয়া এই বিরল পক্স ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইওরোপের ৯ টি দেশে যেমন ব্রিটেন, স্পেন, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন এবং উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা দেশে এবং অস্ট্রেলিয়াতেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই ব্রিটেনের প্রথম আক্রান্ত ব্যক্তির পর আরো অন্তত ৫০ জন এই ভাইরাসে আক্রান্ত বলে মনে করছে। মাঙ্কি পক্স ভাইরাসটি মূলত বিরল হলেও গুটি বসন্তের ভাইরাসের মতো- কাছাকাছি গোত্রের। তবে কম মারাত্মক এবং সংক্রমিত হওয়ার সম্ভবনা কম। গুটি বসন্তের টিকা দিয়ে মাঙ্কি পক্সের বিরুদ্ধে ৮৫% সুরক্ষা পাওয়া যেতে পারে। এটি ডি এন এ জাতীয় ভাইরাস। ফ্লু এর মতো দ্রুত গতিতে এর মিউটেশন ঘটে না। তাছাড়া সংক্রমিত ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় ঘনিষ্ঠ না হলে দ্বিতীয় ব্যক্তির সংক্রমিত হওয়ার সম্ভবনা কম। আক্রান্ত হলেও ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। ফলে উদ্বিগ্নতা কারণ নেই।