মহাকাশের অন্তঃস্থলের ছবি তুলবে জেমস ওয়েব টেলিস্কোপ!

মহাকাশের অন্তঃস্থলের ছবি তুলবে জেমস ওয়েব টেলিস্কোপ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ মে, ২০২২

সৌরমণ্ডল পর্যবেক্ষণের জন্য হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরী জেমস ওয়েব টেলিস্কোপকে মহাকাশে পাঠানো হচ্ছে। জ্যোর্তিবিজ্ঞানীদের মতে জেমস ওয়েব টেলিস্কোপ হাবলের চেয়েও শক্তিশালী। হাবল স্পেস টেলিস্কোপের মত প্রাচীন ঐতিহ্যশালী টেলিস্কোপগুলিতে একটি শক্তিশালী আয়না রাখা হত। তার সহায়তায়ই দূরের নক্ষত্রগুলিকে টেলিস্কোপ দেখত। সেখানে জেমস ওয়েব টেলিস্কোপে রাখা হয়েছে ১৮টি ষড়ভূজাকার আয়না! ১৮টি আয়না এমনভাবে রাখা হয়েছে যাকে দেখে মনে হচ্ছে একটা বিশাল আয়না। বিজ্ঞানীরা এই পদ্ধতির নাম দিয়েছেন ‘ফাইন ফেজিং’। সেই অত্যাধুনিক ও অত্যন্ত শক্তিশালী আয়নার সহায়তায় জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশের অন্তঃস্থলের ছবিও তুলবে বলে দাবি জ্যোর্তিবিজ্ঞানীদের। এছাড়াও, সৌরমণ্ডলের বিভিন্ন স্যাটেলাইট, গ্রহাণু, নেবুলা বা নীহারিকার দিকেও নজর রাখবে জেমস ওয়েব টেলিস্কোপ। নাসার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন জেমস ওয়েব টেলিস্কোপ তার প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই মহাকাশে লঞ্চিং হবে এই টেলিস্কোপের।