গরম থেকে নিস্তার পেতে তিস্তা ক্যানেলে হাতির দল

গরম থেকে নিস্তার পেতে তিস্তা ক্যানেলে হাতির দল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ মে, ২০২২

শিলিগুড়ির অদূরে বৈকুণ্ঠপুরের জঙ্গল ছেড়ে তিস্তার নদীর ক্যানেলে জল খেতে এসেছিল গোটা কুড়ি হাতি। কিছুক্ষণ পরেই ক্যানালের জলে নেমে পড়ে তারা। গজলডোবাগামী রাস্তার ধারে হাতি দেখতে ভিড় জমে যায়। বেশ কয়েক ঘণ্টা ক্যানেলে থাকার পর বৈকুন্ঠপুর জঙ্গলে ফিরে যায় হাতির দল। খবর পেয়ে বৈকুন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসেছিলেন। কিন্তু তাঁরা পৌঁছানোর আগেই হাতির দল জঙ্গলের গভীরে চলে যায়। বন দফতর সূত্রে বলা হয়, গরমে অতিষ্ঠ হয়েই ক্যানেলের জলে নিজেদের ঠান্ডা করছিল হাতিরা।