পৃথিবীর ‘মূলে’ মরচে ধরছে!

পৃথিবীর ‘মূলে’ মরচে ধরছে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ মে, ২০২২

পৃথিবীর প্রায় ২৯ হাজার কিলোমিটার অভ্যন্তরের অংশ বা অঞ্চল। তাকে ভূ-তত্ত্ববিদরা বলেন পৃথিবীর মূল। সেই অংশটি মূলত তৈরি গলিত লোহা এবং নিকেলের মিশ্রণে। গ্রহের বিবর্তনে এই মিশ্রণের বিশেষ ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে বিভিন্ন গবেষণায়। অ্যাডভান্সিং আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স নামের এক আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক গবেষণায় উদ্বিগ্ন বিজ্ঞানীরা। কারণ গবেষণা জানিয়েছে, পৃথিবীর মূলেও মরচে জমছে! যার ফলে কোনও একদিন পৃথিবীর মূলে থাকা গলিত লোহা ও নিকেলের মিশ্রণ ধ্বংস হয়ে যেতে পারে। গলিত লোহা আর্দ্র হয়ে উঠলেই তাতে মরচে জমে। কিন্তু পৃথিবীর অভ্যন্তরে গলা লোহা আর্দ্র হচ্ছে কীভাবে? সাম্প্রতিক এই গবেষণায় বলা হয়েছে পৃথিবীর অভ্যন্তরে জলের যে স্তর রয়েছে অথবা রহস্যময় এবং এখনও পর্যন্ত অনাবিষ্কৃত আলট্রা-লো ভেলোসিটি জোন থেকে যে তরল নিঃশব্দে একটু একটু করে বেরিয়ে আসছে তাতেই অক্সিজেন রয়েছে! আর তার ফলেই পৃথিবীর ‘কোরে’ মরচে ধরছে। পৃথিবীতে যে গ্রেট অক্সিডাইটেশন ইভেন্ট ঘটেছিল সেই সম্পর্কে বিজ্ঞানীরা এখন প্রায় নিশ্চিত। পৃথিবীতে
অক্সিজেনযুক্ত পরিবেশের সূচনা বিজ্ঞানীদের মতে আড়াই বিলিয়ন বছর আগেই হয়েছিল।