আটলান্টিক থেকে ২১টা হারিকেন উৎপন্ন হবে!

আটলান্টিক থেকে ২১টা হারিকেন উৎপন্ন হবে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ মে, ২০২২

ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক সংস্থা এক উদ্বেগজনক ভবিষ্যদ্বাণী করেছে মঙ্গলবার। এবারের গ্রীষ্মে আটলান্টিক থেকে তৈরি হবে ১৪ থেকে ২১টা ধ্বংসাত্মক ঝড়! যার মধ্যে ৩ থেকে ৬টা হারিকেনের চরিত্র ভয়ঙ্কর হতে পারে। ঝড়ের সময় হাওয়ার গতি ঘন্টায় ১১০ মাইল হতে থাকতে পারে। ২০২০-২১ মিলিয়ে আটলান্টিকের ওপর অন্তত ৩০টি হারিকেন উৎপন্ন হয়েছে। জাতীয় হারিকেন সেন্টার নাম রাখতে পারছিল না শেষের দিকে ঝড়গুলোর! আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন গত পাঁচ বছরে আমেরিকার ওপর দিয়ে ক্যাটেগরি-৪ এবং ক্যাটেগরি-৫-এর যতগুলো হারিকেন ঝড় হয়েছে সেটা ওই মহাদেশে গত ৫০ বছরে হয়নি! আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আটলান্টিকের ওপরের জল ০.০৩ শতাংশ গরম হয়ে গিয়েছে আগের তুলনায়। যেটা বার বার আটলান্টিকে হারিকেন সৃষ্টির অন্যতম কারণ। এমনকী, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও ভয় পাচ্ছেন। না হলে তিনি বলবেন কেন, “তৈরি থাকুন, আবার একটা কঠিন হারিকেন মরশুম আসছে।”