স্মল পক্সের টিকাই মাঙ্কি পক্সের প্রতিষেধক!

স্মল পক্সের টিকাই মাঙ্কি পক্সের প্রতিষেধক!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ মে, ২০২২

ভারতে এখনও এই রোগের প্রার্দুভাব হয়নি। কিন্তু পরিসংখ্যান জানাচ্ছে বিশ্বের অন্তত ২০টি দেশে ইতিমধ্যে ২০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন মাঙ্কি পক্স ভাইরাসে। শেষ পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ আফ্রিকার মত দেশ, যেখানে আগে এই ভাইরাসের প্রবেশ ছিল না, দ্রুত ঢুকে পড়েছে মাঙ্কি পক্স ভাইরাস। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক সুনীত কুমার সিং জানিয়েছেন মাঙ্কি পক্স বড় ধরনের সংক্রামক ভাইরাস নয়। হাওয়াবাহিত নয় মাঙ্কি পক্স। একমাত্র এই ভাইরাসে আক্রান্ত কোনও ব্যাক্তি যদি অন্য কাউকে স্পর্শ করেন বা তার সঙ্গে শারীরিক সংস্পর্শে আসেন তাহলেই মাঙ্কি পক্স ভাইরাস দ্বিতীয় ব্যক্তির মধ্যে ছড়াতে পারে। মাঙ্কি পক্সের দুটো স্ট্রেন আছে। যে স্ট্রেন এখন বিভিন্ন দেশে প্রবেশ করেছে সেটা চিকিৎসকদের মতে কম মারাত্মক।
একইসঙ্গে চিকিৎসকদের দাবি, স্মল পক্সের টিকা যাদের নেওয়া রয়েছে তাদের মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম। চিকিৎসক স্বপ্নিল পারেখের মতে মাঙ্কি পক্সের প্রাদূর্ভাব প্রথম হয়েছিল মধ্য ও পশ্চিম আফ্রিকায়। তারপর দেখা গিয়েছে, ওই আফ্রিকায়ই স্মল পক্সের টিকা দেওয়া হয়েছে এরকম ৮৫ শতাংশ মানুষ মাঙ্কি পক্সে আক্রান্ত হননি।

বিজ্ঞানভাষ সংবাদদাতা। ২৯ মে

ভারতে এখনও এই রোগের প্রার্দুভাব হয়নি। কিন্তু পরিসংখ্যান জানাচ্ছে বিশ্বের অন্তত ২০টি দেশে ইতিমধ্যে ২০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন মাঙ্কি পক্স ভাইরাসে। শেষ পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ আফ্রিকার মত দেশ, যেখানে আগে এই ভাইরাসের প্রবেশ ছিল না, দ্রুত ঢুকে পড়েছে মাঙ্কি পক্স ভাইরাস। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক সুনীত কুমার সিং জানিয়েছেন মাঙ্কি পক্স বড় ধরনের সংক্রামক ভাইরাস নয়। হাওয়াবাহিত নয় মাঙ্কি পক্স। একমাত্র এই ভাইরাসে আক্রান্ত কোনও ব্যাক্তি যদি অন্য কাউকে স্পর্শ করেন বা তার সঙ্গে শারীরিক সংস্পর্শে আসেন তাহলেই মাঙ্কি পক্স ভাইরাস দ্বিতীয় ব্যক্তির মধ্যে ছড়াতে পারে। মাঙ্কি পক্সের দুটো স্ট্রেন আছে। যে স্ট্রেন এখন বিভিন্ন দেশে প্রবেশ করেছে সেটা চিকিৎসকদের মতে কম মারাত্মক।
একইসঙ্গে চিকিৎসকদের দাবি, স্মল পক্সের টিকা যাদের নেওয়া রয়েছে তাদের মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম। চিকিৎসক স্বপ্নিল পারেখের মতে মাঙ্কি পক্সের প্রাদূর্ভাব প্রথম হয়েছিল মধ্য ও পশ্চিম আফ্রিকায়। তারপর দেখা গিয়েছে, ওই আফ্রিকায়ই স্মল পক্সের টিকা দেওয়া হয়েছে এরকম ৮৫ শতাংশ মানুষ মাঙ্কি পক্সে আক্রান্ত হননি।