ষাটের বেশি মেরুদণ্ডী প্রাণী বিলুপ্ত হবে ২০ বছরে!

ষাটের বেশি মেরুদণ্ডী প্রাণী বিলুপ্ত হবে ২০ বছরে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ মে, ২০২২

নাগরিক যন্ত্রসভ্যতার কোপে পৃথিবী থেকে হারিয়ে গেছে ছোট বড় বহু প্রাণী। সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি সমীক্ষা থেকে সম্প্রতি জানা গেছে ৬০টির বেশি প্রাণী এখন একেবারে বিলুপ্তপ্রায়। অস্ট্রেলিয়ান গবেষকরা আরও বিশদে জানিয়েছেন, মোট ৬৩টি মেরুদণ্ডী প্রাণী তালিকাভূক্ত যারা বিলুপ্তপ্রায়। আগামী ২০ বছরের মধ্যেই এইসমস্ত প্রাণীদের আর খুঁজে পাওয়া যাবে না। এদের মেয়াদ ২০৪১ সাল পর্যন্ত। তবে গবেষকরা এও বলেছেন, এখন থেকে সতর্ক হলে, প্রাণীসংরক্ষণের জন্য উদ্যোগী হলে, হয়তো এই ৬৩ প্রাণীর মধ্যে অন্তত ৪৭টি প্রাণীকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো সম্ভব। প্রাণীদের তালিকায় রয়েছে ২১টি প্রজাতির মাছ, ১২টি প্রজাতির পাখি, ৬টি স্তন্যপায়ী, ৪ ধরনের প্রজাতির ব্যাঙ এবং ৪ ধরনের প্রজাতির সরীসৃপ। বিজ্ঞানীরা বলছেন, কারা বিলুপ্ত হয়ে যেতে বসেছে, তারা কোথায় থাকে, তাদের বিলুপ্তির কারণ কী, কীভাবে তাদের বাঁচানো যাবে- সবই তাদের জানা। শুধু দায়িত্ব নিয়ে তাদের বাঁচিয়ে রাখার জন্য যা করার প্রয়োজন তাই করতে হবে।