পেসমেকার আবিষ্কারে বিপ্লব!

পেসমেকার আবিষ্কারে বিপ্লব!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ মে, ২০২২

একটি পাতলা ডিভাইস। সম্পূর্ণরূপে জৈব শোষণযোগ্য। সেভাবেই তৈরি করা হয়েছে। জলে দ্রবীভূত ধাতু ও এমন কিছু অন্যান্য উপাদানের সহায়তায় তৈরি করা হয়েছে যার প্রতিফলনে কয়েক সপ্তাহের মধ্যে শারীরিক তরলে দ্রবীভূত হয়ে যাবে! ডিভাইসটি একটি পেসমেকার। পরীক্ষামূলকভাবে তৈরি করেছেন নর্থ ওয়েস্টার্ন এবং জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের লক্ষ্য মানুষের শরীরে এই পেসমেকার প্রবেশ করানো। যাতে কয়েক সপ্তাহের মধ্যে পেসমেকারটি সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে দ্রবীভূক্ত হয়ে যায়। স্মার্ট পেসমেকার বলা হচ্ছে একে। মানুষের শরীরে এই পেসমেকার কার্যকরী হলে পেসমেকার আবিষ্কারে বিপ্লব আসবে বলে আশা বিজ্ঞানীদের। স্মার্ট পেসমেকার বলার কারণ এই পেসমেকার রোগীর হার্ট রেট মনিটর করতে পারবে। মাপতে পারবে রোগীর দেহের তাপমাত্রাও। পেসমেকার থেকে পাওয়া তথ্য চিকিৎসকরা দূর থেকেও মনিটর করতে পারবেন। পেসমেকারটি চলার জন্য কোনও তারের প্রইয়োজন হবে না, ওয়্যারলেস পাওয়ারেই এই ডিভাইস শক্তিসঞ্চয় করতে পারবে। সিস্টেমটি ইঁদুর আর কুকুরের শরীরে প্রয়োগ করে দেখা হয়েছে। সঠিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন। এই মুহূর্তে ডিভাইসটি শরীরের (ইদুঁর ও কুকুরের ক্ষেত্রে) বাইরে প্রতিস্থাপন করে চালানো হচ্ছে। গবেষকরা জানিয়েছেন তাদের পরবর্তী ও প্রধান পদক্ষেপ যন্ত্রটিকে কোনও মানুষের শরীরে প্রতিস্থাপন করে দেখা।