বিরল প্রজাতির বাঁদরের সন্ধান অরুণাচলে

বিরল প্রজাতির বাঁদরের সন্ধান অরুণাচলে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ জুন, ২০২২

২৫ বছর পর অরুণাচল প্রদেশের দুর্গম পার্বত্য অঞ্চলে আবিষ্কৃত হল নতুন এবং বিরল এক প্রজাতির বাঁদরের। রাজ্যের তাওয়াং এবং পশ্চিম কামেং জেলার মাঝে ১৪ হাজার ফুট উঁচু ‘সেলা পাসের’ চারপাশে গভীর জঙ্গলে অনুসন্ধান চালাচ্ছিলেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা। সেখানেই খোঁজ পাওয়া গিয়েছে এই প্রজাতির বাঁদরের। প্রজাতির নাম ম্যাকাও। অরুণাচলে আবিষ্কৃত বলে একে অরুণাচল ম্যাকাও বলা হচ্ছিল। কিন্তু ‘সেলা পাসের’ গভীর জঙ্গলে আবিষ্কৃত হয়েছে বলে গবেষকরা এর নাম দিয়েছেন ‘সেলা ম্যাকাও’। ম্যাকাও প্রজাতির বাঁদর ১৯৯৭-এ-ই আবিষ্কার করেছিলেন ভারতীয় প্রাইমাটোলজিস্ট আনোয়ারউদ্দিন চৌধুরী। কিন্তু তার মতে সেটা ছিল তিব্বতী ম্যাকাওয়ের একটি প্রজাতি। তারপর ২০০৫-এ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াই জানায় আরুণাচল ম্যাকাও তিব্বতী ম্যাকাওয়ের চেয়ে সম্পূর্ণ আলাদা এক প্রজাতি। তবে বাঙালি বিজ্ঞানী আভিজিৎ ঘোষের পর্যবেক্ষণ জানিয়েছিল প্রায় ১৯ লক্ষ ৬০ হাজার বছর আগে নতুন প্রজাতির এই বাঁদর অরুণাচল ম্যাকোওয়ের চেয়ে আলাদা হয়ে গিয়েছিল। তিনিই প্রথম লক্ষ করেছিলেন সেলা পাসের একদিকে বাস করা এই নতুন প্রজাতির বাঁদরের মুখ অনেকটা ফ্যাকাসে। আচরণেও আরুণাচল ম্যাকাওয়ের মত নয়। তারপরই নিবিড় গবেষণায় নতুন এই সেলা ম্যাকাওয়ের আবিষ্কার হয়েছিল। এখন বিজ্ঞানীরা খোঁজ চালাচ্ছেন সেলা ম্যাকাও আর কোথাও আছে কি না। তাদের সংখ্যাও বা কত সেই সম্পর্কে।