ডলফিনদের বন্ধুত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রস্রাবের!

ডলফিনদের বন্ধুত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রস্রাবের!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ জুন, ২০২২

ডলফিনদের নিজেদের মধ্যে বন্ধত্ব হয় কীভাবে? অস্টিন স্টেট বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজের গবেষকদের এক সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে বোতলনোজ ডলফিনদের নিজেদের মধ্যে যে বন্ধুত্ব আমরা দেখতে পাই তাই নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের প্রস্রাবের! নিজেদের প্রস্রাবের স্বাদের ওপর ভিত্তি করে তারা বন্ধুদের চিনতেও পারে। গবেষকদের দাবি, উন্মুক্ত সমুদ্রে একটি ডলগিন এক স্থান থেকে অন্যত্র চলে যাওয়ার তার প্রস্রাবের প্লামগুলি কিছু সময়ের জন্য থেকে যায়। সেটা, গবেষকদের মতে সংকেত। ডলফিন বুঝতে পারে তার বন্ধু বেশিদূরে যায়নি। গবেষকরা জানিয়েছেন, ডলফিন গন্ধ শুঁকতে পারে না। তাই প্রস্রাবের স্বাদেই তাদের বন্ধু এবং একইসাথে অপিরিচিতকেও চিনতে পারা। এছাড়া আরও একটি উপায় অবলম্বন করে ডলফিনরা বন্ধুদের চিনতে। তা চোয়ালের ব্যবহারে অন্য ডলফিনের যৌনাঙ্গ স্পর্শ করার মাধ্যমে।