আকাশগঙ্গাতেই ভিনগ্রহীদের বাসস্থান জানাল গবেষণা

আকাশগঙ্গাতেই ভিনগ্রহীদের বাসস্থান জানাল গবেষণা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ জুন, ২০২২

আকাশগঙ্গা ছায়াপথেই ভিনগ্রহীরা রয়েছেন বলে জানিয়েছেন গবেষক। একটি নয়, কমপক্ষে চারটি গ্রহ এমন রয়েছে যা ভিনগ্রহীদের বাসযোগ্য। কিন্তু তাঁদের পৃথিবীতে আক্রমণ করার সম্ভাবনা খুবই কম। মানব সভ্যতা যখন শক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাইরের নক্ষত্র থেকে শক্তি সংগ্রহ করে সঞ্চয় করতে সক্ষম হবে, তখনই সেই ভিনগ্রহীদের আক্রমণ করার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে,সেই পরিস্থিতিতে পৌঁছতে পৃথিবীর অন্তত আরও একশো থেকে দু’শো বছর সময় লাগবে। স্পেনের এক গবেষক জানিয়েছেন, পৃথিবীর কাছাকাছি ১৯ আলোকবর্ষ দূরে ভিনগ্রহীদের পক্ষে বাসের উপযুক্ত স্থান রয়েছে। গত শতাব্দীতে বিশ্বে আক্রমণের ইতিহাস জড়িত দেশগুলির সামরিক সক্ষমতা এবং শক্তি খরচের বিশ্বব্যাপী বৃদ্ধির হারের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানীরা ১৯৭৪-এ নক্ষত্রমণ্ডলে একটি রেডিয়ো বার্তা পাঠান। কিন্তু এই বার্তা কোনও সাধারণ ব্যক্তির পক্ষে বোঝা সম্ভব নয়। বি়জ্ঞানীরা ভবিষ্যতে আরও এক বার রেডিয়ো বার্তা পাঠানোর কথা ভাবছেন। তবে, এবার তা আগের চেয়েও বেশি সরল হবে। মানুষের ডিএনএ গঠনের সংকেতও পাঠানো হবে ওই বার্তার সঙ্গে।