প্রকৃতির স্বাভাবিক সহাবস্থান বজায় রাখতে সাপ উদ্ধার

প্রকৃতির স্বাভাবিক সহাবস্থান বজায় রাখতে সাপ উদ্ধার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ জুন, ২০২২

সাপে আতঙ্ক খুবই পরিচিত একটি ব্যাপার। এবং একারণেই মানুষের বাসস্থানে সাপ ঢুকলে মেরে ফেলি আমরা। কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপেরও যে ভূমিকা আছে সেকথা বলার অপেক্ষা রাখে না। আর ঠিক সেকারণেই ২০১৮ সালে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজুর রহমান শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলেন একটি সাপ উদ্ধারকারী দল। সংগঠনের নাম দেন ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেস্কিউ ফাউন্ডেশন’। প্রথমে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে বর্তমানে দেশের নানা প্রান্তে মানুষের বাসস্থানে আটকা পড়া সাপকে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেন তাঁরা। এপর্যন্ত দলটি প্রায় দেড় হাজার সাপ উদ্ধার করতে পেরেছে। এবং উল্লেখ্য সাপ উদ্ধার ও তাকে স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়ার সম্পূর্ণ কাজটি বনবিভাগকে জানিয়েই সম্পন্ন হয়। মাহফুজুরের নিজের কথায়, সাপ সংক্রান্ত তাঁর আগ্রহ অনেক ছোটো থেকেই। ২০১৩ থেকে নিজে ব্যক্তিগত ভাবে সাপ উদ্ধার ও তা প্রকৃতিতে ছেড়ে দেওয়ার কাজ করেন। ২০১৮ থেকে সেকাজ হয় দলগত ভাবে। দলটির সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া জানাচ্ছেন, প্রকৃতির স্বাভাবিক যে সহাবস্থান তা বজায় রাখতেই তাঁদের এই উদ্যোগ। এছাড়াও ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেস্কিউ ফাউন্ডেশন দেশের নানা প্রান্তের মানুষকে সম্পৃক্ত করার কাজে বদ্ধপরিকর। বর্তমানে বাংলাদেশে দলটির মোট ৫০০ সদস্য রয়েছেন। তবে সবাই যে সরাসরি সাপ উদ্ধার, তার চিকিৎসা, এবং স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়ার কাজ করেন তেমন নয়। সেকাজ করেন মোটামুটি ৫০জন সদস্য।