মুত্রথলি থেকে ৩০০ গ্রাম পাথর!

মুত্রথলি থেকে ৩০০ গ্রাম পাথর!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ জুন, ২০২২

অস্ত্রোপচারে মুত্রথলি থেকে বেরোলো ৩০০ গ্রামের পাথর। হুগলির একটি বেসরকারি হাসপাতালে জটিল অস্ত্রোপচারের পর রোগী সুস্থ আছেন বলে খবর। তবে মুত্রথলিতে এত বড় পাথর জমার ঘটনাকে বিরল বলছেন খোদ চিকিৎসক।
পুরশুড়ার বাসিন্দা ৬৮ বছরের শেখ মেহের আলি বেশ কয়েক মাস ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন। বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক একে খানের পরামর্শে আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করান। পরীক্ষায় দেখা যায় মুত্রথলিতে পাথর আছে। অবিলম্বে অস্ত্রোপচার জরুরি। অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয় তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে।