অলিম্পিক্সের জন্য বৃক্ষ নিধনের প্রতিবাদ পরিবেশবিদদের

অলিম্পিক্সের জন্য বৃক্ষ নিধনের প্রতিবাদ পরিবেশবিদদের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ জুন, ২০২২

জঙ্গলের মধ্যেই তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ক্যাম্প। সেখানে পালা করে রাত জাগছেন পরিবেশবিদরা। এই ছবি প্যারিসের। বৃক্ষচ্ছেদন আটকানোর জন্য তাদের অভিনব প্রতিবাদ ছিল এটা। শেষপর্যন্ত প্রতিবাদ জিতেছে। ২০২৪-এ প্যারিসে হতে চলেছে সামার অলিম্পিক্স। সেই উপলক্ষে গোটা শহরকে সাজানোর পরিকল্পনা নিয়েছিল সরকার। তার জন্য বরাদ্দ করা হয়েছিল ৭ কোটি ৫০ লক্ষ ইউরো।
এই পর্যন্ত হয়ত ঠিকই ছিল। কিন্তু তারপর সম্প্রতি প্রশাসনের তরফে ঘোষণা করা হয়, গোটা নির্মাণ প্রকল্পের জন্য কাটা হবে ৪২টি গাছ। যার মধ্যে অধিকাংশ গাছের বয়স ২০০ বছরেরও বেশি! তাদের মধ্যে নেপোলিয়নের রোপণ করা গাছও রয়েছে! গাছগুলির ঐতিহাসিক গুরুত্ব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। এই ঘোষণার পরেই পরিবেশকর্মীদের বিক্ষোভের সাক্ষী হয় প্যারিস। প্যারিসের রাস্তা ছেয়ে যায় প্ল্যাকার্ড আর পোস্টারে। রাস্তায় প্রতিবাদমূলক অবস্থান থেকে, গাছে তাঁবু খাটিয়ে থাকা—বৃক্ষচ্ছেদনকারীদের রুখতে সবকিছুই করেছেন পরিবেশকর্মীরা। এবার দীর্ঘ এক সপ্তাহেরও বেশি দিন ধরে চলা এই লড়াইয়ে শেষপর্যন্ত জয় পেলেন পরিবেশবিদরা। সোমবার প্যারিস প্রশাসন নিশ্চিত করেছে, কাটা হবে না শহরের প্রাচীন মহীরুহগুলিকে। বদলে নতুন করে প্যারিস সাজানোর পরিকল্পনা করা হবে। টোকিও অলিম্পিক্সের আগেও অলিম্পিক স্টেডিয়াম এবং কানট্রি-হাউস তৈরির জন্য কাটা হয়েছিল বহু গাছ, উদ্বাস্তু করা হয়েছিল বহু মানুষকে। প্যারিসে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে না, বুঝিয়ে দিলেন ফরাসি পরিবেশকর্মীরা।