১৫ বছর আগের বিস্ফোরণ, এখন আসছে তার ধুলো!

১৫ বছর আগের বিস্ফোরণ, এখন আসছে তার ধুলো!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ জুন, ২০২২

আবার এক বিস্ময়কর ঘটনা পৃথিবীর আকাশে। ২০০৭-এ মহকাশে বিস্ফোরণ হয়েছিল এক ধুমকেতুর। ধুমকেতুর নাম কমেট ১৭-পি। বিস্ফোরণের ফলে নির্গত হয়েছিল প্রচুর গ্যাস আর ধুলো। এত বছর ধরে মহাকাশেই ভেসে বেড়াচ্ছিল ওই ধুলোকণা। তার ১৫ বছর পর সেই ধুলোকণা ভেসে আসছে পৃথিবীতে! জ্যোর্তিবিজ্ঞনীরা এই ধুলোকণাকে ডাস্ট ট্রেল বলছেন। তারা জানিয়েছেন অগস্টের শেষের দিকে গ্রাউন্ডে থাকা কোনও টেলিস্কোপের সহায়তায় এই ধুলোকণা দেখা যাবে। অপেশাদার জ্যোর্তিবিজ্ঞানীরা একটি ৩০ সেন্টিমিটার টেলিস্কোপের সাহায্যে এই ধুলোকণা দেখতে পাবেন। টেলিস্কোপের সঙ্গে থাকবে একটি সিসিডি ক্যামেরা।
১৯৯৯-এর ১৫ জুন নাসার হাবল টেলিস্কোপ প্রথমবার খুঁজে পেয়েছিল কমেট ১৭-পি কে। তখন এই ধুমকেতুর নিউক্লিয়াস বা মূল কেন্দ্রের চারপাশে কোনও ধুলোর কণা দেখা যায়নি। গবেষণা করে বিজ্ঞানীরা জেনেছিলেন এই ধুমকেতুর নিউক্লিয়াসটি ৩.৪ কিলোমিটার চওড়া। তারপর আবার ২০০৭-এ এই ধুমকেতুটি নজরে আসে হাবল টেলিস্কোপের। তখন সে আরও উজ্জ্বল। কিন্তু তার পূর্ব-পশ্চিম আর উত্তর-দক্ষিণে রয়েছে ধুলোকণা। বিজ্ঞানীরা জানিয়েছেন বিস্ফোরণের সময় পৃথিবী থেকে ধুমকেতুর দুরত্ব ছিল ১৪৯ মিলিয়ন মাইল।