এ যাবৎ মহাকাশের সর্ববৃহৎ ছবি তুললো হাবল

এ যাবৎ মহাকাশের সর্ববৃহৎ ছবি তুললো হাবল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ জুন, ২০২২

হাবল টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের সর্বকালের সর্ববৃহৎ ছবিটি তোলা হয়েছে। থ্রিডি ড্যাশ প্রযুক্তি ব্যবহার করে, নেয়ার ইনফ্রারেড তরঙ্গের সাহায্যে এই ছবি তোলা হয়েছে। থ্রিডি ড্যাশের অনলাইন ভার্সন তৈরি করেছেন ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের নীলস বোর ইন্সটিটিউটের অধ্যাপক গ্যাব্রিয়েল ব্র‍্যামার। আকাশের বিস্তৃত অংশের ছবি তোলার জন্যে হাবল টেলিস্কোপে ড্যাশ বা ড্রিফট অ্যান্ড শিফট প্রযুক্তি যুক্ত করা হয়। এই প্রযুক্তিতে প্রথমে কিছু ছবি তুলে তারপর সেগুলিকে একত্রিত করে বড় ছবিতে রুপান্তরিত করা হয়৷ আমাদের স্বস্থিত গ্যলাক্সি মিল্কিওয়ের বাইরের গ্যালাক্সিগুলির সবচেয়ে তথ্যবহুল ছবি ড্যাশ প্রযুক্তির সাহায্যেই তোলা সম্ভব। হাবল প্রতি ৯০ মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিন কালে একটি ছবি তুলতে পারতো ড্যাশ প্রযুক্তি ব্যবহারের আগে। ড্যাশ ব্যবহারের ফলে প্রতি ৯০ মিনিটে এখন ৮ টি ছবি তুলতে পারে। এই দ্রুততার জন্যে হাবলের এই ছবি তুলতে সময় লেগেছে ২৫০ ঘন্টা। জেমস ওয়েব যে হাবলের উত্তরসূরী সেই হাবল টেলিস্কোপের এই সর্ববৃহৎ ছবি তোলার রেকর্ড হয়তো কয়েক দশক অক্ষুন্ন থাকবে- তেমনটাই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
এই ছবির সাহায্যেই গত ১০০ কোটি বছরের মহাবিশ্বের ইতিহাস জানা যাবে। অর্থাৎ গত ১০০ কোটি বছরে জন্মানো তারাদের উৎপত্তিস্থল এবং সৃষ্টির প্রথমদিকের গ্যালাক্সিগুলি কেমন করে কীভাবে গঠিত হচ্ছিলো সে বিষয়ে জ্যোতির্বিদদের ও গবেষকদের গুরুত্বপূর্ণ তথ্য দেবে এই ছবি। মহাকাশে বা মহাবিশ্বের দুর্লভ বস্তুগুলির সন্ধান করতে আকাশের বড় এলাকা নিয়ে কাজ করা প্রয়োজন। ইতুপূর্বের ছবিগুলি বেশ দুর্বল রেজলিউশানের এবং আকারে ছোটো। এই প্রথম উচ্চ রেজলিউশানে আকাশে বড় ছবি তুললো হাবল টেলিস্কোপ। বিশাল বিশাল গ্যালাক্সি, সক্রিয় ব্ল্যাকহোল ইত্যাদি দুর্লভ সব বস্তুকে চিহ্নিত করতে সাহায্য করবে এই ছবি। আর হাবলের উত্তরসূরী জেমস ওয়েব এই ছবি চিহ্নিত মহাজাগতিক বস্তুগুলি আরো ব্যাপক ও গভীর পর্যবেক্ষণ করবে।