খাবার ভিতরে, শিম্পাঞ্জি খাঁচার বাইরে

খাবার ভিতরে, শিম্পাঞ্জি খাঁচার বাইরে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ জুন, ২০২২

আলিপুর চিড়িয়াখানা থেকে আচমকা বেরিয়ে গেল শিম্পাঞ্জি। সোমবার সকালে ওই শিম্পাঞ্জিকে খাবার দিতে গেলে সে বেরিয়ে যায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কিছু ক্ষণের মধ্যেই শিম্পাঞ্জিটিকে বাগে আনেন চিড়িয়াখানার কর্মীরা। তাকে আবার খাঁচায় পোরা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বুড়ি নামে ওই শিম্পাঞ্জিটিকে খাবার দিতে যান চিড়িয়াখানার কর্মীরা। কিন্তু খাঁচার মূল গেট খোলা পেয়ে বুড়ি সেখান থেকে বেরিয়ে যায়। এর পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চিড়িয়াখানার কর্মীদের মধ্যে। শিম্পাঞ্জি যাতে একেবারে বাইরে বেরিয়ে যেতে না পারে, সে জন্য চিড়িয়াখানার মূল গেট বন্ধ করে দেওয়া হয়। শিম্পাঞ্জিটিকে বাগে আনার চেষ্টা করেন কর্মীরা। কিছু ক্ষণের মধ্যে চিড়িয়াখানার কর্মীরা বুড়িকে খাঁচায় ঢোকাতে সক্ষম হন। ফেরে