স্তন ক্যানসারের প্রতিষেধক ব্যবস্থার উদ্ভাবন

স্তন ক্যানসারের প্রতিষেধক ব্যবস্থার উদ্ভাবন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ জুন, ২০২২

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মার্কিন ও ভারতীয় বিজ্ঞানীরা একটি অণু খুঁজে পেলেন। যার সহায়তায় মহিলাদের স্তন ক্যানসার সারানো যেতে পারে। সাধারণত, ইস্ট্রোজেন নামের একটি হর্মোনের সেনসিটিভ হয়ে পড়া থেকেই স্তন ক্যানসারের উৎপত্তি। বিশ্ববিদ্যালয়ের সাইমনস ক্যানসার সেন্টারের অধ্যাপক গনেশ রাজ জানিয়েছেন এই অণু থেকে যে প্রথম শ্রেণীর ওষুধটি তৈরি করা হবে সেটি ইস্ট্রোজেনের সেনসিটিভ হওয়াকে প্রতিরোধ করতে পারবে। স্তন ক্যানসারের ক্ষেত্রে প্রথাগত যে চিকিৎসা হয়ে আসছে তাতে অসুখ তীব্র আকার ধারণ করলে আক্রান্ত রোগী বাঁচে না। গবেষকরা জানিয়েছেন, এটি একটি সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক পদ্ধতি যার পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে স্তন ক্যানসারের মূলকে অন্তত ৮০ শতাংশ প্রতিরোধ করতে পেরেছে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের আর এক ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডেভিড ম্যাঙ্গেলসডর্ফও আশাবাদী এই নতুন ওষুধ ইস্ট্রোজেন রিসেপটর-কে প্রতিরোধ করতে পারবে, শরীরে ক্যানসারের যে সেলগুলো তৈরি হয় সেগুলোকে থামাতে পারবে। নতুন অণুর নাম বিজ্ঞানীরা দিয়েছেন ইআরএক্স-১১।