মঙ্গলে আবিষ্কৃত ‘সাহারার চোখ’!

মঙ্গলে আবিষ্কৃত ‘সাহারার চোখ’!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ জুন, ২০২২

ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) সম্প্রতি মঙ্গলের একটি ল্যান্ডস্কেপের ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা গিয়েছে এমন একটি গহ্ববর যা একদম ‘সাহারার চোখের’ মত। ইএসএ-র তরফে জানানো হয়েছে গত ২৫ এপ্রিল পৃথিবীর ২৫০ মাইল ওপর থেকে তোলা হয়েছে। আফ্রিকার পশ্চিমে সাহারা মরুভূমিতে একটি অঞ্চল রয়েছে যাকে একঝলকে দেখতে একটা মানুষের চোখের মত। তাই ওই অঞ্চলটিকে বলা হয় ‘সাহারার চোখ’। মঙ্গলের দক্ষিণের হাইল্যান্ডে যে বিশাল গহ্ববরের ছবি প্রকাশিত হয়েছে তাকেও একঝলকে একটি মানুষের চোখের মতই দেখতে লাগছে। এই গহ্ববরে একাধিক রঙের সমাহারও খুঁজে পয়েছেন বিজ্ঞানীরা। ইএসএ-র তরফে আরও বলা হয়েছে, গহ্ববরের আই-বলের ভেতরের যে শিরাগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে ছোট ছোট খালের মত। বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে মঙ্গলে তার মানে সাড়ে ৩ থেকে ৪ বিলিয়ন বছর আগে জলের অস্তিত্ব ছিল। বিজ্ঞানীদের আরও পর্যবেক্ষণ, ভূমিক্ষয় রোধ করার যে বিসেষ ধরণের মাটি ও খনিজ সাধারণত ভূ-পৃষ্ঠে দেখা যায় সেরকম উপাদানও ওই গহ্ববরের ছবিতে দেখা গিয়েছে। এই গহ্ববরটির এখনও নামকরণ হয়নি।