কাল্পনিক দুনিয়ার টেলিকাইনেসিস এবার বাস্তবে

কাল্পনিক দুনিয়ার টেলিকাইনেসিস এবার বাস্তবে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ জুন, ২০২২

সায়েন্স ফিকশন বা ফ্যান্টাসি সিনেমায় যেমন দেখা যায়। চোখের সামনে থাকা বস্তুকে মনের শক্তি দিয়ে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা। উদাহরণ? চোখের সামনে একটা ঠাণ্ডা পানীয়ের ক্যান দেখে মনে হল সেটিকে দুমড়ে ফেলার। মনের শক্তিতেই সেটা করা হয়ে গেল! এই প্রক্রিয়াকে বলা হয় মাইন্ড কন্ট্রোল বা টেলিকাইনেসিস। কল্পবিজ্ঞানে পড়া বা দেখা এই প্রক্রিয়া এবার আর শুধু ফ্যান্টাসি সিনেমায় সীমাবদ্ধ থাকছে না। বাস্তবেও সেই প্রক্রিয়ার প্রয়োগ মানুষের পক্ষে করা সম্ভব। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন সাইটেকডেইলি-তে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা গিয়েছে এয়ার ফোর্স ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এরকমই এক প্রযুক্তির আবিষ্কার করেছে। যা টেলিকাইনেসিস প্রক্রিয়ারই সমতুল্য। গবেষকরা অবশ্য এই প্রক্রিয়ার নাম দিয়েছেন মেটাম্যাটেরিয়ালস পদ্ধতি। এর বিরল চরিত্রই গবেষকদের সহায়তা করেছে কৃত্রিম উপকরণ ডিজাইন করা, উন্নত কার্যকরী উপকরণগুলিতে শক্তি ও কার্যকলাপ প্রয়োগের অভিনব উপায়ের সৃষ্টি করতে। গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, বাস্তবের টেলিকাইনেসিস পদ্ধতির অগ্রগতি সম্ভব হয়েছে ব্লু-টুথ ব্যবহারের মাধ্যমে। গবেষকরা জানিয়েছেন, মানুষের মস্তিষ্ক চিন্তা করার সময় নিজস্ব ব্রেনওয়েভ তৈরি করে। গবেষকরা যা করেছেন সেটি হল, মস্তিষ্কের তরঙ্গগুলি সংগ্রহ করে এবং তাদের মেটাসারফেসের নিয়ন্ত্রণ সংকেত হিসেবে ব্যবহার করে শুধু মনের সাহায্যেই মেটাসারফেসগুলো নিয়ন্ত্রণ করতে পারে। গবেষকরা এটিকে আরও দক্ষ ও নির্ভুল করার গবেষণায় ব্যস্ত এখন।