উদ্যোগী হন দুটি পরিবার, এখন সবাই

উদ্যোগী হন দুটি পরিবার, এখন সবাই

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ জুন, ২০২২

জঞ্জাল নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে তামিলনাড়ুর বীরুধুনগরের একদল মানুষ গড়ে তুলেছেন ‘গারবেজ ব্যাঙ্ক’। এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে তাঁরা জঞ্জাল সংগ্রহ করেন এবং ঝাড়াইবাছাই-এর পর পুনর্ব্যবহারের কাজে লাগান। ‘গারবেজ ব্যাঙ্ক’এর আহ্বায়ক আর রাজাবল্লী জানালেন, “সাধারণ মানুষ শুকনো এবং ভেজা আবর্জনা মিশিয়ে ফেলতেই অভ্যস্ত। আমাদের লক্ষ্য মানুষকে এই বিষয়ে সচেতন করা। জঞ্জাল আস্তাকুঁড়ে ফেলে পুড়িয়ে দিলে তাতে দূষণ বাড়ে কিন্তু তা সঠিক উপায়ে পুনর্ব্যবহার করাই আমাদের মূল লক্ষ্য”।
দুটি পরিবারের সক্রিয় সহযোগিতায় শুরু হয়েছিল এই কাজ। এখন বীরুধুনগরের ৬০০টি পরিবার নিজেদের বাড়ির বর্জ্য বাছাই করে রাজাবল্লীদের ‘গারবেজ ব্যাঙ্ক’-এ জমা দিয়ে যায়।