ফের আকাশে কাগজের ঘুড়ি

ফের আকাশে কাগজের ঘুড়ি

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৭ জুলাই, ২০২২

বহুকালের রীতি, রথ এলেই দুবরাজপুরের শহরের আকাশ ছেয়ে যায় নানা রঙের ঘুড়িতে। এ বারও তার ব্যাতিক্রম হয়নি। তবে, বেশ কয়েক বছর পর ফের বাজারে ফিরছে পেটকাটি, চাঁদিয়াল, ময়ূরপঙ্ক্ষী, মুখপোড়ার মতোকাগজের তৈরি ঘুড়ি। দুবরাজপুরের ঘুড়ি ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক বছর ধরে নতুন প্রজন্মের নজর টানতে প্লাস্টিকের নানা ধরনের ঘুড়ি তৈরি করছেন। বেশ কিছু সুবিধার জন্য কয়েক বছর ধরে প্লাস্টিকের তৈরি ঘুড়ির দাপটে আকাশ থেকে প্রায় হারাতে বসে ছিল কাগজের তৈরির ঘুড়ির সংখ্যা। কিন্তু, দূষণ ঠেকাতে ফেরকাগজের ঘুড়িতেই ফিরতে হচ্ছে। শুক্রবার, রথের দিন থেকেই একবার ব্যবহার্য প্লাস্টিকের তৈরি দ্রব্য বিক্রি ব্যবহার, মজুতের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। এ দিন সকাল থেকে দুবরাজপুরের আকাশে প্লাস্টিকের তৈরি ঘুড়ির পাল্লা ভারী থাকলেওছোট থেকে বড় অনেকেই কাগজের তৈরি ঘুড়িতেই ফিরে়ছেন।