১৮৮ বছর পর পুনরাবিষ্কার বিলুপ্ত উদ্ভিদ

১৮৮ বছর পর পুনরাবিষ্কার বিলুপ্ত উদ্ভিদ

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৮ জুলাই, ২০২২

ব্র‍্যাকিসটেলমা অ্যাটেনুয়াম- একটি বিরল প্রজাতির ফুলগাছ। ভারতে শেষবার দেখা মিলেছিল ১৮৮ বছর আগে। এরপরে বহু অনুসন্ধানেও মেলেনি সে গাছের দেখা। ১৮৮ বছর পরে এবার সিমলায় দেরাদুন ও হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা খুঁজে পেয়েছেন ব্র‍্যাকিসটেলমা অ্যাটেনুয়াম নামের সেই বিরল প্রজাতির উদ্ভিদটিকে। ১৮৩৫ সালে ব্রিটিশ উদ্ভিদবিদ জন ফোর্বস রয়াল এবং রবার্ট উইট অধুনা হারিমপুর জেলার ডঙ্গি গ্রামে প্রথম এই উদ্ভিদটি খুঁজে পেয়েছিলেন। প্রথম সন্ধানের পর বহু অনুসন্ধানেও আর এই উদ্ভিদের সন্ধান মেলেনি দীর্ঘকাল। তাই বিজ্ঞানীরা এটিকে বিলুপ্ত গাছের তালিকায় ফেলে দিয়েছিলেন। কিন্তু গত ২০২০ সালে পশ্চিম হিমালয় অঞ্চলে ফিল্ড সার্ভের সময়ে গবেষক নিশান্ত চৌহান খুঁজে পান অদ্ভুদ প্রজাতির এক গাছ। তিনি তা সংগ্রহ করে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দেরাদুন শাখায় নিয়ে আসেন। দেরাদুনেই ড. অম্বর শ্রীবাস্তব নিশান্তের সংগ্রহ করা উদ্ভিদটিকে ব্র‍্যাকিসটেলমা পারভিফ্লোরাম বলে চিহ্নিত করেন। এবং নিশ্চিত করেন এই প্রজাতির উদ্ভিদ ১৮৬ বছর আগেই শেষ দেখা গেছিল। আর এবছর ২০২২ এর জুলাইতেই আরো একটি বিলুপ্তের তালিকায় থাকা উদ্ভিদ পাওয়া যায় হিমাচলের হারিমপুর এবং মান্ডি জেলায়। উদ্ভিদটি- ‘ব্র‍্যাকিসটেলমা অ্যাটেনুয়াম’। এই একই প্রজাতির দুটি গোত্রের উদ্ভিদের পুনরাবিষ্কার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রকাশনার ‘ওরেক্স’ জার্নালে প্রকাশিত। প্রথমটি গত বছর ২০২১ এর মে মাসে। দ্বিতীয়টি এবছরের জুলাইতে।