পাহাড় বাঁচাতে আন্দোলন

পাহাড় বাঁচাতে আন্দোলন

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ৯ জুলাই, ২০২২

পুরুলিয়ার তিলাবনি পাহাড় বাঁচাতে ফের পথে নামলেন গ্রামের মানুষজন। তিলাবনি পাহাড় কেটে গ্রানাইট উত্তোলনের প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে, এই দাবি-সহ মোট ছ’দফা দাবিতে সোমবার হুড়া ব্লক প্রশাসনকে স্মারকলিপি দিল ‘তিলাবনি পাহাড় বাঁচাও কমিটি’। হুড়ার তিলাবনি পাহাড় ও লাগোয়া এলাকা থে্কে প্রাকৃতিক সম্পদ সংগ্রহের জন্য সরকারি অনুমতি পেয়েছে এক বেসরকারি সংস্থা। এর পরেই লাগোয়া লেদাবনা, পড়াশিবনা, মাধবপুর ও তিলাবনি গ্রামের মানুষজন আন্দোলনের জন্য ওই কমিটি গড়েছেন। ইতিমধ্যে পাহাড় কাটার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি দেওয়া হয়েছে বলে কমিটির দাবি। বাসিন্দাদের জীবিকার স্বার্থে কেন পাহাড়টি রক্ষা করা প্রয়োজন, তা নিয়ে এলাকায় একাধিক সভাও হয়েছে বলে জানান বাসিন্দারা।