ইউরোপীয় নভোশ্চরকে চাঁদে হাঁটানোর উদ্যোগ

ইউরোপীয় নভোশ্চরকে চাঁদে হাঁটানোর উদ্যোগ

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১২ জুলাই, ২০২২

মিশনের নাম ‘তেরা নোভা-২০৩০’। সৃষ্টিকর্তা ইউরোপীয় স্পেস এজেন্সি বা ইএসএ। এই মিশন ইএসএ আয়োজিত মহাকাশ অভিযানের নাম। যে তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ২০৩০-এর মধ্যে চাঁদে ইউরোপীয় নভোশ্চরকে শুধু পাঠানো নয়, প্রথমবার হাঁটানো। চাঁদে নভোশ্চরের হাঁটা সফল হলে তারপর ইএসএ-র লক্ষ্য মঙ্গলে একইরকমের অভিযান চালানো। ইএসএ-র তরফে জানানো হয়েছে, তেরা নোভা মিশন সৌরজগতে ইউরোপের মহাকাশচারীদের এক অভিযান যেখানে রোবটের সহায়তাও নেওয়া হবে এবং চাঁদ ও মঙ্গল থেকে ইএসএ-র বিশাল লজিস্টিক ল্যান্ডার ফেরার সময় অমূল্য রতন সংগ্রহ করে নিয়ে আসবে। যা ভবিষ্যতে ইএসএ-র মহাকাশচারী ও জ্যোর্তিবিজ্ঞানীদেরই গবেষণার কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে।