আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফেলা হল বর্জ্য

আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফেলা হল বর্জ্য

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৩ জুলাই, ২০২২

বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তির পরীক্ষা চলছিল আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেই সময় সেখান থেকে প্রায় ৭৮ কেজির বর্জ্য ফেলা হয়। পোশাকি ভাষায় প্রক্রিয়াটিকে জেটিসনিং বলা হয়। স্পেস স্টেশনের বাণিজ্যিক বিশপ এয়ারলক থেকে ওই বিপুল পরিমাণ বর্জ্য জেটিসন করা হয়েছিল। নাসার জনসন স্পেস সেন্টার এবং একটি বেসরকারি সংস্থা, ন্যানোরকসের সহায়তায় বর্জ্য নিষ্পত্তির এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। এক বিবৃতিতে ন্যানোরকস জানিয়েছে, প্রযুক্তিটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা বর্জ্য নির্মূল করার আদর্শ এক পদ্ধতি। ভবিষ্যতে সমস্ত বাণিজ্যিক মহাকাশ স্টেশনের কাছেও বর্জ্য ফেলার উপযুক্ত প্রযুক্তি হিসেবে বিবেচিত হবে বলে তাদের আশা। এখনও পর্যন্ত মহাকাশচারীরা স্পেস স্টেশনে থাকা সমস্ত আবর্জনা সঞ্চয় করে সিগনাস গাড়ির মাধ্যমে সেটি পৃথিবীতে ফেরত পাঠাচ্ছিলেন। এক্ষেত্রে, মহাকাশচারীরা ট্র্যাশের ব্যাগ দিয়ে মহাকাশযানে ভরাট করে স্পেস স্টেশন থেকে ডি-অরবিটের জন্য ছেড়ে দেবেন। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করার সময় পুরো মহাকাশযানটি পুড়ে যায়। ন্যানোরকসের তরফে জানানো হয়েছে এটা ছিল বিশপ এয়ারলকের প্রথম ওপেন-ক্লোজ সাইকেল। তাদের আশা অদূর ভবিষ্যতে তারা এই প্রযুক্তিকে আরও উন্নত করবে। চলতি মাসে যে ট্র্যাশটি স্পেস স্টেশন থেকে মহাকাশে ফেলা হয়েছিল তার মধ্যে ছিল ফোম, প্যাকিং মেটেরিয়াল, কার্গো ট্রান্সফার ব্যাগ, ক্রু সদস্যদের নোংরা জামাকাপড়, স্বাস্থ্যবিধির বিভিন্ন পণ্য এবং অফিসে ব্যবহৃত নানাবিধ জিনিসপত্র।