মানুষের থেকে গরুর মধ্যে ছড়িয়ে পড়ছে যক্ষা!

মানুষের থেকে গরুর মধ্যে ছড়িয়ে পড়ছে যক্ষা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৩ জুলাই, ২০২২

করোনাভাইরাসের সময় ভাইরাস পশুর থেকে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছিল। কিন্তু সম্প্রতি ছবিটা বদলে যাচ্ছে। মানুষ থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অন্য প্রাণীরা। আর তাতেই উদ্বিগ্ন বিজ্ঞানীরা। সম্প্রতি ভারতে এমন কিছু গবাদি পশু পাওয়া গিয়েছে, যারা মানুষের থেকে রোগে সংক্রমিত হয়েছে। এই রোগটি হল যক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর সিদ্ধান্ত নিয়েছে, গবাদি পশুদের মধ্যে কীভাবে যক্ষার জীবাণু ছড়িয়ে পড়ছে, তা নিয়ে বিস্তারিত গবেষণা করার। ভারত মূলত কৃষিজীবীদের দেশ। এখানে গবাদী পশু ছাড়া মানুষের পক্ষে জীবনধারণ করা কঠিন। তাই দক্ষিণ ভারতের কয়েকটি ঘটনা, যেখানে ভাইরাসের সংক্রমণ মানুষের শরীর থেকে পশুর শরীরে হতে থাকায় দুশ্চিন্তা বেড়েছে গবেষকদের।
আইসিএমআর এর কর্তারা মনে করছেন, এই ধরনের সংক্রমণ ঠেকানো না গেলে ২০২৫ সালের মধ্যে ভারতে যক্ষ্মা নির্মূলের পরিকল্পনা কোনওভাবেই বাস্তবায়িত হবে না। আইসিএমআর -এর চেন্নাই শাখা ইতিমধ্যেই ভারতের স্বাস্থ্য দফতরে এই মর্মে একটি প্রস্তাব পাঠিয়েছে। অনেক বেশি সংখ্যক পশুদের উপর এই গবেষণা চালানো কথা ভাবছে আইসিএমআর। সেটি সম্পুর্ণ হলেই নিশ্চিত হাওয়া যাবে এই আতঙ্ক সঠিক কি না।