যে গ্রহে হীরের বৃষ্টিপাত হয়!

যে গ্রহে হীরের বৃষ্টিপাত হয়!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৫ জুলাই, ২০২২

সৌরজগতে এমন দুটি গ্রহ আছে যেখানে বৃষ্টির ফোঁটা পৃথিবীতে হওয়া বৃষ্টির চেয়ে অনেক ভারি এবং ঘন। পৃথিবীতে হওয়া বৃষ্টির উৎস হাইড্রোজেন এবং অক্সিজেন। সেই গ্রহ দুটিতে বৃষ্টির উৎস কার্বন। এই গ্রহের তাপমাত্রা এবং চাপের অবস্থা এতোটাই চরম যে কার্বন পরমাণুগুলি তাদের বায়মণ্ডলে জলের পরিবর্তে হীরের চূর্ণের বৃষ্টি হয়ে ঝরে পড়ে! পৃথিবীতে যেরকম জলের বৃষ্টি হয়, সৌরজগতে সেই দুটি গ্রহ, ইউরেনাস ও নেপচুনে হীরের বৃষ্টি হয়। এই দুটি জগৎ তাদের নীল ধোঁয়াটে আইকনিক, চোখের প্রশান্তিদায়ক রঙের চেয়েও স্বস্তিদায়ক। তবে দুটি গ্রহের এমন অবস্থা হয়ে আছে, যা কার্বন পরমাণুকে এত উচ্চ মাত্রায় শক্ত করতে পারে যে তারা শেষপর্যন্ত হিরে গঠন করে। পৃথিবীর মানুষ যদি সেই হীরে সংগ্রহ করতে চায় তাহলে সে কিন্তু এই গ্রহে গিয়ে বেঁচে ফিরতে পারবে না! ইউরেনাস আর নেপচুন, এই দুটি গ্রহকে আপাতদৃষ্টিতে একইরকম দেখালেও তাদের বৈশিষ্ট্যগুলি আলাদা। তবে দুটি গ্রহকে অনন্য মনে হওয়ার মূল কারণ তাদের নীল রং। এই রং আসলে মিথেনের ফল যা কুয়াশা কণার ওপর দ্রুত ঘনীভূত হয়।
নাওরো রো-গার্নি নামের এক জ্যোতির্বিজ্ঞানী বলেছেন, “গ্রহের ভেতরে কার্বনের ঘন ও গরম হওয়ার সময়েই হিরেগুলো তৈরি হয় এবং জমা হয়। তারপর তারা আরও ভারি হয়ে ওঠে। ভারি হওয়ার অর্থই হল বায়ুমণ্ডলে বৃষ্টিপাত ঘটানো। তবে মানুষের কোনওদিন এই দুটি গ্রহে যাওয়ার সম্ভাবনা নেই কারণ সেখানকার প্রবল উচ্চচাপ।”