কেরলে মাঙ্কিপক্স নিয়ে হাই-অ্যালার্ট

কেরলে মাঙ্কিপক্স নিয়ে হাই-অ্যালার্ট

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১৬ জুলাই, ২০২২

কেরলে মাঙ্কিপক্সের হদিশ পাওয়ার পরেই দেশ জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। মাঙ্কিপক্সের প্রথম আক্রান্ত ধরা পড়তেই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। এবার কেরল সরেকার আরও সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে শুক্রবার পাঁচটি জেলায় হাই অ্যালার্ট জারি করেছে। বৃহস্পতিবার কেরলের বাসিন্দার শরীরে মিলেছে মাঙ্কিপক্সের ভাইরাস। সংযুক্ত আরবআমিরশাহী থেকে ফেরার পরই সংশ্লিষ্ট ব্যাক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হন। তারপরেই ভাইরাসের ছোবল থেকে দেশকে রুখতে শুক্রবারই স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা জারি করেছে। প্রথম কেসটি শনাক্ত হওয়ার পর এবার কেরল সরকার তিরুবনন্তপুরম, কোল্লাম, পাঠানামথিত্তা, আলাপুজা এবং কোট্টায়াম এই পাঁচটি জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, বিমানটিতে ১৬৪ জন যাত্রী এবং ছয়জন কেবিন ক্রু ছিলেন। তিনি জানিয়েছেন, এই পাঁচটি জেলাতেই আইসোলেশন সুবিধা স্থাপন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, ওই ব্যক্তির পাশের আসনে থাকা ১১জন যাত্রীও ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সন্দেহের তালিকায় রয়েছেন। তাদের সঙ্গে তালিকায় রয়েছেন রোগীর বাবা-মা, ট্যাক্সি ড্রাইভার, অটো চালকও। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন যে যাত্রীরা যারা একই ফ্লাইটে ভ্রমণ করেছেন তাদের স্ব-নিরীক্ষণ করা উচিত এবং ২১ দিনের মধ্যে ভাইরাস সংক্রমণের কোনও লক্ষণ দেখা দিলে স্বাস্থ্য আধিকারিকদের রিপোর্ট করা উচিত। সব মিলিয়ে এই মাঙ্কিপক্সের প্রভাব যাতে গোটা দেশজুড়ে ছড়িয়ে না পড়ে তাই শুরু থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকার।