এবার খিদে ও রাগ হওয়ার মধ্যে সূত্র পেলেন বিজ্ঞানীরা

এবার খিদে ও রাগ হওয়ার মধ্যে সূত্র পেলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১৬ জুলাই, ২০২২

ভীষণ খিদে পেয়েও না খাবার পেলে অধিকাংশ মানুষই রেগে যান। বিজ্ঞানীরা এই রাগের মধ্যে একটা বৈজ্ঞানিক কারণ খুঁজে পেয়েছেন। প্লস ওয়ান জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণাপত্র থেকে জানা গিয়েছে মানুষের হাংরি হওয়া ও তার কারণে অ্যাংরি হয়ে পড়া-এই দুই অনুভূতিকে মিশিয়ে বিজ্ঞানীরা বলছেন ‘হ্যাংরি’ অনুভূতি। মধ্য ইউরোপে ৬৪ জন ব্যক্তিকে নিয়ে গবেষণা চালানো হয়েছে। তাদের খিদে, রাগ, বিরক্তি, আনন্দ এবং উত্তেজনার কথা ২১ দিনের বেশি সময় ধরে একটি ৫ পয়েন্টের রেটিং সিস্টেমের মাধ্যমে রিপোর্ট করা হয়েছে। গবেষণায় ধরা পড়েছে, রাগ, বিরক্তি ও আনন্দের বিপরীতে উত্তেজনা ও ক্ষুব্ধ হওয়ার মধ্যে কোনও সম্পর্ক ছিল না। ফলাফলগুলো আরও প্রমাণ করেছে যে খিদের মাত্রা আবেগের সঙ্গে যুক্ত থাকে।
গবেষণাপত্রের একজন লেখক বীরেন স্বামী জার্মানির এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি রক্তের শর্করা কমিয়ে দেওয়ার আবেগ নিয়ন্ত্রণে মস্তিষ্কের অসক্ষমতার ফলাফল হতে পারে। তবে বিজ্ঞানীরা এখনও এর সমাধান করতে পারেননি যে মানুষ ক্ষুধার্ত হলে তার মধ্যে বিরক্তিভাব আসে কেন।