দাবানলে পুড়ে খাক একের পর এক জঙ্গল

দাবানলে পুড়ে খাক একের পর এক জঙ্গল

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১৭ জুলাই, ২০২২

তীব্র দাবদাহে জ্বলছে ইউরোপ এবং আফ্রিকার একাংশ। আক্ষরিক অর্থেই! দাবানলের গ্রাসে একরের পর একর জঙ্গল। এখনও পর্যন্ত পতুর্গাল, স্পেন, ফ্রান্স, গ্রিসের মতো ইউরোপীয় দেশে দাবানলে ভস্মীভূত হাজার হাজার একর। উত্তর আফ্রিকার মরক্কোর একাংশেও জ্বলছে আগুন। দাবানল নেভাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমে পড়েছেন দক্ষিণ-পশ্চিম ইউরোপের ওই চার দেশের পাশাপাশি মরক্কোর দমকলকর্মীরা। তবে পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি, আগুনে গ্রাসে চলে গিয়েছে ১০ হাজার হাজার হেক্টর জঙ্গলের গাছপালা। মৃত্যু হয়েছে শত শত পশুপ্রাণীর।