মাইক্রোপ্লাস্টিক খাওয়ার রোবট মাছ তৈরি চিনা বিজ্ঞানীদের

মাইক্রোপ্লাস্টিক খাওয়ার রোবট মাছ তৈরি চিনা বিজ্ঞানীদের

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৮ জুলাই, ২০২২

শুধু স্থল নয়, দূষণে আক্রান্ত জলও। সমুদ্রের গভীরও দূষিত। দূষণের অন্যতম সহায়ক উপাদানের নাম মাইক্রোপ্লাস্টিক। এই সমস্যার সমাধানে সম্প্রতি অভিনবও এক পদক্ষেপ চিনের। চিনা বিজ্ঞানীরা তৈরি করেছেন রোবট মাছ! সমুদ্রে ছেড়ে দিলে সেই মাছই খেয়ে ফেলবে ওই প্লাস্টিকের কণা। আসল মাছের মতই রোবট মাছের আকার ও আকৃতি। বহুদিন ধরেই এই ধরনের কৃত্রিম মাছ তৈরি করছেন চিনা বিজ্ঞানীরা। মাছগুলি পাতলা পাখনার সাহায্যে সাঁতার কেটে জলের বিভিন্ন স্তরে ঘুরে বেড়াতে পারে। এর আগেও রোবট মাছ তৈরি হয়েছে। তবে মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলবে এরকম রোবট মাছ প্রথম তৈরি হল। চিনা বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই মাছগুলোর শরীরে এমন একটি বিশেষ ফিচার রয়েছে, যার সাহায্যে এরা মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলতে পারে। আগামিদিনে সমুদ্র-সহ সারা পৃথিবীর জলাশয়কে মাইক্রোপ্লাস্টিকের হাত থেকে বাঁচাতে এই রোবট মাছ কার্যকরী হয়ে উঠবে, এমনই আশা গবেষকদের। এই মাছগুলিকে দিয়ে অন্য কাজও করানো যাবে। অন্যতম গবেষক ওয়াং ইউয়ান এই প্রসঙ্গে বলেছেন, “আমরা এই হালকা ওজনের খুদে রোবট তৈরি করেছি। একে নানা ভাবে কাজে লাগানো যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, বায়োমেডিক্যাল ক্ষেত্রে জটিল অপরাশেনেও সাহায্য করতে পারবে এই মাছগুলি। মানবদেহের ভিতরে এদের প্রবেশ করিয়ে কোনও অসুখকে চিহ্নিত করতেও কাজে লাগানো যাবে।”