জেমস ওয়েবের টেলিস্কোপে এবার নেবুলার ছবি

জেমস ওয়েবের টেলিস্কোপে এবার নেবুলার ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১৮ জুলাই, ২০২২

বিগ ব্যাংয়ের পরবর্তী মহাজাগতিক দুনিয়ার প্রথম ছবিটি প্রকাশ করার পর এবার পরবরতী সেটের আরও কয়েকটি আকর্ষণীয় ছবি প্রকাশ করল নাসা। সব ছবির সৌজন্যে জেমস ওয়েব টেলিস্কোপ। তার মধ্যে উল্লেখযোগ্য নেবুলা নামের এক মৃত্যুপথ যাত্রী তারার। পৃথিবীর জন্মের আগে মহাবিশ্ব কীরকম ছিল সেটা জানার জন্যই জেমস ওয়েব টেলিস্কোপের মহকাশে যাওয়া। জেমস ওয়েবের তোলা প্রথম সেটের ছবি সরকারিভাবে প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার দ্বিতীয় সেটের ছবিগুলি প্রকাশ করল নাসা। মঙ্গলবার একটি ছবিতে দূরবর্তী গ্যাস প্ল্যানেটের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প দেখানো হয়েছে। স্পেকট্রোস্কোপি- আলোর বিশ্লেষণ যা বিশদভাবে জানিয়েছিল ডব্লিউএএসপি-৯৬ বি গ্রহ সম্পর্কে। ২০১৪-য় আবিষ্কৃত হওয়া এই গ্রহ পৃথিবী থেকে প্রায় ১,১৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত। বৃহস্পতির প্রায় অর্ধেক ভর এবং মাত্র ৪ দিনের মধ্যে তার তারার চারপাশে প্রদক্ষিণ করে। নাসা ছবিটি সম্পর্কে জানিয়েছে, প্রথমবার এই এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে মেঘের প্রমাণ পাওয়া গিয়েছে।
জেমস ওয়েব আরও এক অভূতপূর্ব ছবি পাঠিয়েছে নাসাকে। একটি তারার অপমৃত্যুর আগের মুহূর্তের ছবি। তারাটির নাম নেবুলা এনজিসি ৩১৩২। মহাকাশে তারাটির অপমৃত্যু হয়েছে। তার আগের মুহূর্তের ছবি দেখে জ্যোতির্বিজ্ঞানীদের মনে হয়েছে তারাটি যেন উদ্দাম নৃত্যে মেতেছে! পৃথিবী থেকে ২৫০০ আলোকবর্ষ দূরে নেবুলার অবস্থান। জেমস ওয়েবের ছবি দেখে মনে হয়েছে নেবুলার মাঝখান দিয়ে গ্যাস আর ধোঁয়া গোল হয়ে বেরিয়ে আসছে। সৃষ্টি হয়েছে ধোঁয়ার এক আংটি।