গ্রহাণুর ধাক্কায় ক্ষতিগ্রস্ত জেমস ওয়েব

গ্রহাণুর ধাক্কায় ক্ষতিগ্রস্ত জেমস ওয়েব

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২০ জুলাই, ২০২২

পৃথিবীর জন্মের আগে কেমন ছিল মহাজাগতিক দুনিয়াটা? টাইমমেশিনে ১৩০০ কোটি বছর আগে গিয়ে একবারে প্রথম দিকের গ্যালাক্সির ছবি তুলে নিয়ে এসেছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। শুধু এই গ্যালাক্সি কেন, দূরবর্তী গ্যাস প্ল্যানেটের বায়ুমণ্ডলের জলীয় বাষ্প থেকে শুরু করে একটি তারার অপমৃত্যুর ঠিক আগের মুহূর্তটা। মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে কীভাবে সেই তারা নাচ দেখিয়েছিল, সে ছবিও কয়েকশো কোটি বছর পরে মানবজগতের সামনে নিয়ে এসেছিল ওয়েব নামক একটি শক্তিশালী টেলিস্কোপটি। জেমস ওয়েব স্পেস এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে শক্তিশালী টেলিস্কোপ, হাবলের থেকেও কয়েক গুণ বেশি শক্তিশালী। বিশ্বের সর্ববৃহৎ, সর্বশক্তিমান সেই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপই গুচ্ছের গ্রহাণুর আক্রমণে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সম্প্রতি একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মে মাসেই এমনতর কাণ্ড ঘটেছে বলে রিপোর্ট থেকে জানা গিয়েছে।