হাবল টেলিস্কোপে এবার ‘তারাদের সমুদ্রের’ ছবি!

হাবল টেলিস্কোপে এবার ‘তারাদের সমুদ্রের’ ছবি!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২৩ জুলাই, ২০২২

জেমস ওয়েব টেলিস্কোপে তোলা সাম্প্রতিক ছবিগুলোতে যারপরনাই মুগ্ধ হচ্ছেন বিজ্ঞানীরা এবং মানুষ। এরই মধ্যে ‘বুড়ো হাড়ে ভেল্কি’ দেখানোর মত একটি চোখধাঁধানো ছবি তুলেছে জেমসের পূর্বসূরী হাবল টেলিস্কোপ। তার তোলা ছবিটি গ্লোবুলার ক্লাস্টার টেরজান-৯-এর। আকাশগঙ্গার এই ছবিতে দেখা যাছে তারা ও নক্ষত্রদের ‘সমুদ্র’! গ্লোবুলার ক্লাস্টার বলা হয় দৃঢভাবে আবধ হয়ে থাকা নক্ষত্রের দলকে। ইউরোপীয় স্পেস এজেন্সি এই নক্ষত্রগুলিকে স্বর্ণমুদ্রার সঙ্গে তুলনা করেছে। ছবিটি তোলা হয়েছে হাবল স্পেসের ওয়াইড ফিড ক্যামেরা-৩-এর সহায়তায়। যা বিভিন্ন সমীক্ষা আর সার্ভের জন্য অত্যাধুনিক একটি ক্যামেরা।