মঙ্গল থেকে এল অদ্ভুতরে ছবি

মঙ্গল থেকে এল অদ্ভুতরে ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২৫ জুলাই, ২০২২

মহাকাশ গবেষকদের কাছে অনুসন্ধানের জন্য সব সময়ই প্রিয় একটা বিষয় হল লাল গ্রহ । প্রাণের সম্ভাবনা হোক বা গ্রহের অতীতের রহস্য উদঘাটন, মঙ্গল সর্বদাই গবেষকদের হিট লিস্টে থাকে। সম্প্রতি নাসার প্রিসার্ভারেন্স রোভার মঙ্গল গ্রহের পৃষ্ঠে একটি অদ্ভুত স্প্যাগেটি গোছের বস্তুর সন্ধান পেয়েছে, যা দেখতে বহির্জাগতিক দুনিয়ার মতো হলেও তা কিন্তু পৃথিবী থেকেই উদ্ভূত। মঙ্গল গ্রহের পৃষ্ঠে সেই নুডলের মতো দেখতে বস্তুটির একটি ছবিও প্রকাশ করেছে নাসা।